অশ্বগন্ধার উপকারিতা। অশ্বগন্ধা খাওয়ার আগে জেনে নিন এই 6 টি উপকারের ব্যাপারে।

আপনি যদি ভারতে থাকেন তো অবশ্যই অশ্বগন্ধার নাম শুনেছেন। এই ঔষধটি অনেক রকম রোগ দুর করতে আমাদের সাহায্য করে এসেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না অশ্বগন্ধার উপকারিতা ব্যাপারে আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসা পদ্ধতিতে নানা রকম উপকারিতা ব্যাপারে দাওয়া আছে। অশ্বগন্ধা ইন্ডিয়ান জিনসেং নামেও পরিচিত। এটি রক্তের শর্করার পরিমাণ কমাতে, ক্যান্সার থেকে বাঁচাতে, শারীরিক দুর্বলতা ও প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি বাত, হাপানি ও উচচ রক্তচাপ থেকেও আমাদের মুক্তি দেয়। অশ্বগন্ধা তে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ও থাকে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে। চলুন এবার জেনে নেওয়া যাক ভালো করে এটি আমাদের কি কি উপকার করে থাকে...... অশ্বগন্ধার উপকারিতা 1. ডায়াবেটিস নিয়ন্ত্রণে অশ্বগন্ধার উপকারিতা অনেকদিন ধরে অশ্বগন্ধার ব্যাবহার আয়ুর্বেদিক চিকিৎসায় ডায়াবেটিস এর জন্য হয়ে আসছে। এক রিচার্স জানা যায় যে অশ্বগন্ধার মূল ও পাতায় ফ্ল্যাভোনয়েড নাকম যৌগিক তত্ব পাওয়া যায়। এই ফ্ল্যাভোনয়েড ডায়াবেটিস কে ঠিক করতে কাজে লাগে। রিচার্স এও জানা যায় অশ্বগন্ধার মধ্যে অন্টিডায়াবে...